সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাটখিল প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা  

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

চাটখিল প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা  

চাটখিল প্রেস ক্লাবের আজীবন সদস্য নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চাটখিল উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 

গত বৃহস্পতিবার রাতে চাটখিল প্রেস ক্লাবের মিলনায়তনে সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন হোসেনের সঞ্চালনায় ও প্রেস ক্লাব সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, বিশিষ্ট শিল্পপতি মো. ইউসুফ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরমেয়র ভিপি নিজাম উদ্দিনসহ আ.লীগের বিভিন্ন নেতাকর্মীরা। 

এছাড়াও সাংবাদিক হাবিবুর রহমান, সৈয়দ মুসফিকুর রহমান, দিদার উল আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন। 

টিএইচ